আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ গাজার পূর্ব রাফাহ এলাকায় দুটি পৃথক হামলায় ১৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন হামাসের সশস্ত্র শাখা, আল-কাসসাম ব্রিগেড।
বৃহস্পতিবার (৯ মে) এক বিবৃতিতে তারা এই দাবি করে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক দ্য মিডল ইস্ট ইরর।
ব্রিগেড জানায়, পূর্ব রাফাহর আল-তান্নুর পাড়ার ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে ইসরায়েলের একটি সাত সদস্যের সেনা দলের ওপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে আঘাত হানা হয়। এতে সবাই নিহত হয় বলে দাবি তাদের।
একই এলাকায় আল-ফিদাই জংশনের কাছে একটি ভবনের ভেতর অবস্থান নেওয়া ১২ সদস্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওপরও হামলা চালানো হয়। এই আক্রমণে তারা অ্যান্টি-পার্সোনেল ও অ্যান্টি-আর্মর অস্ত্র ব্যবহার করে। বিস্ফোরণের ফলে বাড়ির ভিতরে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে বলে জানায় আল-কাসসাম।
হামাস আরও দাবি করে, হতাহত সেনাদের উদ্ধার করতে ইসরায়েলি হেলিকপ্টার সেখানে অবতরণ করেছে এবং আল-জেনিনা এলাকায় উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে, গত সোমবার (৫ মে) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত তাদের ৮৫৪ জন সেনা নিহত এবং ৫ হাজার ৮৪৭ জন আহত হয়েছে।