ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে ছাত্র-জনতার আন্দোলনের প্রতীক হিসেবে আঁকা শেখ হাসিনার ব্যঙ্গচিত্র মধ্যরাতে মুছে ফেলার ঘটনাকে প্রক্টরিয়াল টিমের ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানিয়েছে, এই ঘটনাটি তাদের টিমের অনিচ্ছাকৃত ভুলের ফল এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ ডিসেম্বর গভীর রাতে মেট্রোরেলের পিলারে থাকা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার সিদ্ধান্ত প্রক্টরিয়াল টিমের ‘অনিচ্ছাকৃত ভুল’। এই গ্রাফিতি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই ঘটনা অনিচ্ছাকৃত ছিল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, সংশ্লিষ্ট পিলারগুলোকে “ঘৃণাস্তম্ভ” হিসেবে ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।
এর আগে, মেট্রোরেলের কর্মীরা প্রক্টরের নির্দেশে ব্যঙ্গচিত্রটি মুছে ফেলার কাজ শুরু করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় এবং কাজটি বন্ধ করে দেয়। পরে শিক্ষার্থীরা পুনরায় চিত্রটি এঁকে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং গোয়েন্দা সংস্থার নির্দেশে কাজটি করা হয়েছে বলে জানান। প্রশাসন জানিয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিরোধের এই প্রতীক প্রজন্মান্তরে সংরক্ষণের দায়িত্ব নেওয়া হবে।
আরইউএস