হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখা উচিত: কংগ্রেস নেতা মণিশঙ্কর
ভারতের সাবেক কূটনীতিক ও কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ইচ্ছা, ততদিন ভারতে আশ্রয় দেওয়া উচিত।
শনিবার (১১ জানুয়ারি) দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
কলকাতায় ১৬তম এপিজে সাহিত্য উৎসবের এক ফাঁকে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আইয়ার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির সাম্প্রতিক ঢাকা সফরের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত রাখা জরুরি এবং মন্ত্রী পর্যায়ের যোগাযোগ আরও শক্তিশালী করা উচিত।
হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখা উচিত: কংগ্রেস নেতা মণিশঙ্কর আরো পড়ুন
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বাংলাদেশের দাবির প্রসঙ্গে আইয়ার বলেন, “শেখ হাসিনা ভারতের জন্য অনেক ভালো কাজ করেছেন। এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। যতদিন তিনি চান, আমাদের তার পাশে থাকা উচিত, এমনকি যদি সেটি তার পুরো জীবনের জন্যও হয়।”
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের ঘটনা সত্য, তবে অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত। বেশিরভাগ ঘটনার পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব ও মতবিরোধ কাজ করছে। উল্লেখ্য, অনেক সংখ্যালঘু হিন্দু শেখ হাসিনার সমর্থক।”
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। গাজাযুদ্ধে ৪ শতাধিক ইসরায়েলি সেনা নিহত আরো খবর পড়ুন ।
আরইউএস