বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাসির দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ঘোষণা দিয়েছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করবেন।
তিনি বলেন, “২০২৪ সালের জুলাই মাসে ছাত্র ও সাধারণ মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞের জন্য দায়ীদের শাস্তি দিতে হবে। যারা এই নৃশংস হামলায় জড়িত, বিশেষ করে শেখ হাসিনাসহ সব অভিযুক্তের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
রাসেল আহমেদ আরও জানান, “পুলিশ প্রশাসনসহ যারা নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে, তাদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা আমাদের অনশন কর্মসূচি চালিয়ে যাব।”