হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার (২১ মে) কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে ছিলেন অভিনেতা। এই ম্যাচের জন্য দুদিন আগে আহমেদাবাদে পৌঁছেছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক শাহরুখ খান রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দলের জয় উদ্যাপন করেন।
ম্যাচ শেষ হওয়ার পরে গভীর রাতে দলের সঙ্গে আহমেদাবাদের আইটিসি নর্মদা হোটেলে পৌঁছেছিলেন অভিনেতা। সকালে তার অবস্থার অবনতি হলে দুপুর ১টার দিকে তাকে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শাহরুখের স্ত্রী ও ডিজাইনার গৌরী খান, ব্যবসায়ী জে মেহতা এবং অভিনেতা জুহি চাওলা তাকে দেখতে হাসপাতালে যান।