জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত হিম উৎসবে বেড়াতে এসে নওয়াব ফয়জুন্নেসা হলের আবাসিক ছাত্রীর কক্ষ থেকে এক পুরুষ অতিথিকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার ( ১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২ টায় হলের এক আবাসিক ছাত্রীর কক্ষ থেকে তাকে আটক করে হল সুপার নাদিয়া সুলতানা।পরবর্তীতে হল প্রশাসনের উপস্থিতিতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
সেই ছাত্রীর নাম অর্পা খন্দকার চাঁদনী। তিনি বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী ও নওয়াব ফয়জুন্নেসা হলের আবাসিক ছাত্রী। তার বাড়ি কুষ্টিয়ায়। আটককৃতের নাম আশরাফুল আলম পারভেজ ওরফে যাযাবর(৩১)।তিনি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিংয়ের বাসিন্দা। বর্তমানে গাজীপুরের রাজেন্দ্রপুর সরলবাড়ী রিসোর্টের এক্সিকিউটিভ হিসেবে চাকরিরত আছেন। আটকের পর উভয়ের আচরণেই অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। আটককৃতকে প্লাজু ( মেয়েদের ঢিলা পায়জামা) ও হাতে চুরি পরিহিত অবস্থায় দেখা গেছে।
আটকের পর জিজ্ঞাসাবাদে আটককৃত নিজেকে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ বলে দাবি করেছেন। এসময় ছাত্রীরা আটককৃতকে শাড়ি, লিপস্টিকসহ নারী পোশাকে সজ্জিত করে প্রশাসনের হাতে হস্তান্তর করে।
আটকের পর পারভেজ বলেন,”আমরা দুইজন ভালো দোস্ত। আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ পড়ে মুখ ও শরীর চাদরে মুড়িয়ে হলে প্রবেশ করি।”
আটকের পর চাঁদনী বলেন, ” সে আমার বন্ধু। আমরা কেউই আপত্তিকর অবস্থায় ছিলাম না। সে এখানে বেড়াতে এসেছে। থাকার জায়গা না থাকায় আমি তাকে আমার কক্ষে এনেছি।”
হল সুপার নাদিয়া সুলতানা বলেন, “হলের মেয়েরা ওই ছাত্রীর রুমে সেই পুরুষের উপস্থিতি বুঝতে পেরে আমাকে জানালে তৎক্ষনাৎ আমি হলের খালাকে সাথে নিয়ে রুমে যাই। দরজা খোলার পর আমি তাকে খাটের উপরে বসে থাকা অবস্থায় দেখতে পাই। তৎক্ষনাৎ আমি হল প্রভোস্টকে জানাই।”
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ” প্রবেশের সময় পারভেজের পা থেকে মাথা পর্যন্ত চাদরে ঢাকা দেখি। এখন যেহেতু এতটাও শীত না যে কেউ পা থেকে মাথা পর্যন্ত নিজেকে আবৃত রাখবে। এছাড়াও তার চলাফেরা আমার কাছে সন্দেহজনক মনে হয়। ওদেরকে ফলো করে আমি রুম পর্যন্ত যাই। রুমে গিয়ে নিশ্চিত হই যে বিষয়টা আসলে স্বাভাবিক নয়। তখন আমি হল সুপারকে জানাই।”
সহকারি প্রক্টর রেজাউল রকিব বলেন, ঘটনার ব্যাপারে জানামাত্রই আমি প্রক্টরসহ পুরো প্রাক্টোরিয়াল টিমকে জানিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। ছাত্রীরা সকলেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। আমরা এমন ঘটনার নিন্দা তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা পরিস্থিতি অবজার্ভ করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। ছেলেটি বহিরাগত হওয়ায় আমরা তাকে পুলিশের হাতেই তুলে দিয়েছি।”
রবি//বিএন