পুলিশ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উত্তরা ১১ ও ১২ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের কিছু সদস্য ‘মার্চ ফর খিলাফত’ নামে বায়তুল মোকাররম এলাকায় গোপনে সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হিযবুত তাহ্রীরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু আলামতও জব্দ করা হয়েছে, যা সংগঠনের কার্যক্রমে তাদের সম্পৃক্ততার প্রমাণ দেয় বলে জানান তালেবুর রহমান। তাদের অন্যান্য সহযোগীদের ধরতে সিটিটিসির অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ২০০৯ সালের ২২ অক্টোবর জননিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সরকার হিযবুত তাহ্রীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের যেকোনো প্রচারণা, সভা-সমাবেশ, মিছিল, লিফলেট বিতরণ বা সংগঠনের কার্যক্রম পরিচালনা শাস্তিযোগ্য অপরাধ।
সংগঠনটি শুক্রবার (৮ মার্চ) বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’-এর ডাক দেয়। এর পরিপ্রেক্ষিতে ডিএমপি জানায়, নিষিদ্ধ সংগঠন হিসেবে হিযবুত তাহ্রীরের যেকোনো কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।