আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার দুইটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন, যেগুলো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
প্রথমটি হলো ‘মাস্তান হারুন’, যা নির্মিত হবে ডিএমপি’র সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের কুকর্ম ও ক্ষমতার অপব্যবহার নিয়ে।
হিরো আলম জানান, “হারুনের অত্যাচার ও জুলুম এই সিনেমাতে তুলে ধরা হবে। গল্প লেখার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, এবং শুটিং শুরু হবে আগামী মাস থেকে।”
অন্যদিকে, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে কেন্দ্র করে নির্মিত হবে ‘আরাফাতের চার বউ’ নামে আরেকটি সিনেমা। এই সিনেমার পরিচালনা করবেন শাওন আশরা। হিরো আলম জানান, খুব শিগগিরই এই সিনেমার শুটিংও শুরু হবে।
এমএ//