দিনাজপুরের হিলিতে রেলওয়ে পুলিশ সদস্যদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপক মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই মহড়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন হিলি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা।অগ্নিনির্বাপক মহড়ায় উপস্থিত ছিলেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন, হিলি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবুল কাসেমসহ রেলওয়ে পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা।
স্টেশন ইনচার্জ আবুল কাসেম বলেন, রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় যেকোনো মুহূর্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কিংবা আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে রেলওয়ে পুলিশ কীভাবে দ্রুত সাড়া দেবে ও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে ধারণা দিতে আজকের এই মহড়ার আয়োজন।অভ্যন্তরীণ প্রশিক্ষণমূলক এ মহড়ায় রেলওয়ে পুলিশের সদস্যদের আগুন নেভানোর কৌশল, প্রাথমিক পদক্ষেপ ও নিরাপদ দূরত্ব বজায় রাখার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়।এ ধরনের মহড়া নিয়মিত আয়োজনের মাধ্যমে দুর্ঘটনার সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর দক্ষতা গড়ে তোলার আহ্বান জানান সংশ্লিষ্টরা।