চলমান তাপদাহ ও ঝড় বৃষ্টিতে শিক্ষার্থীদের কষ্টের কথা মাথায় রেখে দিনাজপুরের হিলির ছাতনী রাউতারা জেএম ফাজিল মাদরাসার ৪শত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।ই প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে রোববার (২৬ মে) সকাল ১১ টায় ছাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু মল্লিক, পৌরি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ টুকু, প্রতিষ্ঠানটির সভাপতি জামিল হোসেন চলন্ত, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ছাতনী রাউতারা জে এম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম জানান, চলমান তাপদাহের কারণে মাদরাসায় আসতে শিক্ষার্থীরা কষ্ট পায়। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে মাদরাসার নিজস্ব অর্থায়নে ৪শ শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
মাদরাসার সভাপতি জামিল হোসেন চলন্ত জানান, এবারের তাপদাহ অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। তাই সরকার তীব্র তাপদাহের কারণে স্কুল-কলেজ ছুটি ঘোষণা করছেন। তাছাড়া দূরদূরান্তের শিক্ষার্থীদের মাদরাসায় আসতে কষ্ট হচ্ছিল। তাই প্রতিষ্ঠানটির শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা মিলে এই উদ্যোগ গ্রহণ করা হয়।