ভারতের মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কেরালায় একের পর এক অভিযোগ উঠার পর অন্য ইন্ডাস্ট্রির তারকারাও এই বিষয়ে মুখ খুলছেন। তেলেগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও এবার এই বিষয়ে বক্তব্য রেখেছেন।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রযোজক ও অভিনেতা দিলীপের বিরুদ্ধে গাড়ির মধ্যে যৌন হেনস্তার অভিযোগ ওঠে এক মালয়ালম অভিনেত্রীর। ওই বছরের জুলাইয়ে দিলীপকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়, কিন্তু কিছুদিন পর জামিনে বের হয়ে আসেন তিনি। পুনরায় বিচার শুরু হলেও বিচারকার্য প্রভাবিত করার অভিযোগ উঠেছিল দিলীপের বিরুদ্ধে, কিন্তু কেরালা হাইকোর্ট তা আমলে নেয়নি। এর পরও অভিনেত্রী বিচারে লড়াই চালিয়ে যান।
এই বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী অভিনেত্রীর পাশে দাঁড়ান এবং কেরালা সরকার চাপের মধ্যে পড়ে। এরপরই গঠন করা হয় হেমা কমিটি। সামান্থা ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে হেমা কমিটির প্রশংসা করেছেন এবং তেলেঙ্গানা রাজ্য সরকারকে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানি নিয়ে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আনার আহ্বান জানিয়েছেন।
অভিনেত্রী লিখেছেন, “আমরা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির সদস্যরা হেমা কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়েছি। এই প্রতিবেদনে কেরালার বহু অভিনেত্রীর অভিযোগ উঠে এসেছে। আমি তেলেঙ্গানা সরকারকে অনুরোধ করছি যে যৌন হয়রানি সম্পর্কিত কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আনা হোক। এটি তেলেগু সিনেমায় কাজ করা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।”