চট্টগ্রামের র্যাডিসন হোটেলে অবস্থান করছে বিপিএলের বেশ কয়েকটি দল। এই এক হোটেলে এত খেলোয়াড় একসাথে থাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কিছু অনাকাঙ্খিত ঘটনাও ঘটে।
রুমকে কেন্দ্র করে সোহানের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় এক ক্রিকেটার দ্বন্দ্বে জড়ান। রংপুরের অধিনায়ক ভুল করে অন্য রুমে ঢুকে যান। তখন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সোহানের রুমে ঢুকে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি।
পরে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যায় বিষয়টি। যদিও পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা।
এক নিরাপত্তা গোয়েন্দা বলেন, ‘খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো। যেহেতু সোহানের ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করে চলে গেলেই হতো।’