রুশাইদ আহমেদ || শীঘ্রই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য দারুণ এক নতুন ফিচার যোগ হচ্ছে। এর ফলে ভিডিও কল চলাকালীনও ব্যবহারকারীরা অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি সম্প্রতি চালু করেছে ‘পিকচার-ইন-পিকচার’ মোড, যা ইতোমধ্যে কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে।
নতুন ফিচারের সুবিধা
একাধিক কাজ একসঙ্গে করার সুযোগ: ভিডিও কলে থাকা অবস্থায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ অন্যান্য ওয়েবসাইট বা অ্যাপে কাজ করা যাবে।
কল সংযোগ বিচ্ছিন্ন হবে না: অন্য অ্যাপ ব্যবহারের সময়ও ভিডিও কল চলতে থাকবে।
কথোপকথন থাকবে স্পষ্ট: অন্য প্রান্তের ব্যক্তিরা পরিষ্কারভাবে শুনতে ও বলতে পারবেন।
কাজের গতি বাড়বে: জরুরি কাজের সময়ও ভিডিও কল চালিয়ে যাওয়া সম্ভব হবে।
উন্নত ভিডিও কলিং অভিজ্ঞতা: হোয়াটসঅ্যাপের এই নতুন সুবিধা কাজের গতি বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের ভিডিও কলিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
কীভাবে ব্যবহার করবেন?
এই নতুন ফিচার ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপ ওয়েবের ‘০.৩.১৮৪৬.১’ সংস্করণ প্রয়োজন হবে। তবে এটি এখনো সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়নি। ধাপে ধাপে বিশ্বের সব দেশেই ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এখন শুধু অপেক্ষা, কবে সব ব্যবহারকারী এই ফিচারের সুবিধা পাবেন!