বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের প্রতি নিজের আবেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ আমার জন্মভূমি, এই শহর আমার শহর। দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি তিনি বলেন, “যুদ্ধ এখনও শেষ হয়নি। আগামী দিনে কঠিন কাজ করতে হবে।”
রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রসঙ্গে তিনি জানান, আইনজীবী হিসেবে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা রয়েছে।
উল্লেখ্য, এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সভাপতি সেলিম উদ্দিন এবং আইনজীবী মুহাম্মদ শিশির মনির।
আরএস//বিএন