গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে। বুধবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ১৪ ই জুন (শুক্রবার) হতে ২৯ জুন (শনিবার) পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে ছুটি চলাকালীন শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনাবলী মানতে বলা হয়েছে।
১. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ছুটিকালীন সময়ে বহিরাগত কোনো মটরসাইকেল/গাড়ি/যানবহন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।
২. শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
৩. ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ন নিষেধ।
৪. ছাত্রীহল, নির্মাণাধীন কফি হাইজ, ছাত্রী হল সংলগ্ন খেলার মাঠ, টিন শেড ও আবাসিক এরিয়ায় সন্ধ্যা ০৭:০০ টার পর থেকে কেউ অবস্থান করতে পারবে না।
৫. ১৪জুন থেকে ২৯জুন তারিখ পর্যন্ত উপাচার্য মহোদয়ের বাস ভবনের পাশের পকেট গেট বন্ধ থাকবে।
৬. ১৪জুন থেকে ২৯জুন তারিখ পর্যন্ত মসজিদ গেট বন্ধ থাকবে।
৭. প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে শিক্ষার্থীদের প্রবেশের জন্য সংশ্লিষ্ট বিভাগের সভাপতির অনুমতি সাপেক্ষে এন্ট্রি খাতায় স্বাক্ষর করতে হবে।
৮. ছাত্রী হল সমূহের গেট ০৭:০০ টায় বন্ধ হবে।