আগামী বছর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবগামী হজযাত্রীদের নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে অংশ নিতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়।
বুধবার (১২ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৫ সালের হজ মৌসুমের জন্য ন্যূনতম বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে।”
এই বয়সসীমা হজযাত্রীর পাসপোর্ট অনুযায়ী নির্ধারণ করা হবে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের পাশাপাশি হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংক ও অন্যান্য সংস্থাগুলোকে এই নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছর বা তার বেশি বয়সী হজযাত্রীদের অবশ্যই প্রাক-নিবন্ধন ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৫ বছরের কম বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রীদের ক্ষেত্রে তাদের অভিভাবকদের পরিবর্তে অন্য কেউ প্রাক-নিবন্ধনের সুযোগ পেতে পারেন।
উপসচিব মামুন আল ফারুক জানান, “সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের এ নিয়ম অনুসরণ করতে হবে। ১৫ বছরের কম বয়সীদের হজে যাওয়ার সুযোগ নেই।”