১৫ রুটে বাস চলাচল বন্ধ চরম দুর্ভোগে যাত্রীরা
বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫টি রুটে বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা।
জানা যায় নিরাপত্তা নিশ্চিতের দাবিতেই এই ধর্মঘট। ধর্মঘটের কারণে বরিশাল থেকে দক্ষিণের প্রায় ১৫ জেলার বাস যোগাযোগ বন্ধ। সড়কে বাস না পেয়ে চরম ভোগান্তিতে সাধারন যাত্রীরা।
আজ ২৯-১-২০২৫ (বুধবার) থেকে অনিদির্ষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেন বরিশাল পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার নগরের বাস টার্মিনাল এলাকায় বিএম কলেজের ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠে বাস শ্রমিকদের বিরুদ্ধে। তৎক্ষণাৎ খবর পেয়ে বিকেলেই সেখানে যান ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা।
সন্ধ্যায় ঐই সড়ক অবরোধ করেন তারা। এমনকি কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করেন বলে ছাত্রদের উপর অভিযোগ করের শ্রমিকরা।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরাও পাল্টা অভিযোগ আনেন বাস শ্রমিকদের উপর, শিক্ষার্থীরা জানান, বাস ভাড়া নিয়েই এক ছাত্রীর সাথে তর্কে জড়িয়ে পড়েন বাস চালকের সহকারী। তর্কাতর্কির এক পর্যায়ে মাঝপথে ওই ছাত্রীকে নামিয়ে দেওয়া হয় বাস থেকে।
ঘটনাটি মীমাংসা করতে কয়েকজন ছাত্র প্রতিনিধি রূপতলী গেলে তাদের উপর হামলা করে শ্রমিকরা। এরপর বিক্ষুদ্ধ হয়ে উঠেন শিক্ষার্থীরা।
অন্যদিকে শ্রমিকরা বলেন,বাস ভাঙচুরের সময় তাঁদের মারধর করা হয়েছে। তাই নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তাঁরা এ ধর্মঘট শুরু করেছেন।
শিক্ষার্থী এবং শ্রমিক পরিবহনের সংঘাতে দুর্ভোগে পড়ে ভোগান্তির শিকার যাত্রীরা। রূপতলীর রুট ছেড়ে ভিন্ন রুটে ব্যবহার করতে হচ্ছে তাদের। আর এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করে নিচ্ছেন অন্য পরিবহনগুলো।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন মৌলভীবাজারে পেঁয়াজ চাষে কৃষকের সফলতা ।