ড.ইউনুসেকে প্রধান উপদেষ্টা করে একটি ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান। সদস্যদের নাম নিয়েও বিশিষ্ট জনদের সাথে পর্যালোচনা চলছে।
৭ আগস্ট (বৃহস্পতিবার) অন্তর্বর্তী সরকার শপথ গ্রহন করতে পারে। ১৫ জন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে বলে গতকালের এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ১৫ সদস্যের একটি তালিকা তৈরি করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। ড. ইউনূস আজ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে।ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সরাসরি বৈঠক করে সদস্যদের বিষয়ে কথা বলেছেন বলে জানা যায়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস দেশে ফিরে আসলে আজ রাতে শপথ গ্রহন অনুষ্ঠান হবে,এবং এই অনুষ্ঠানে আনুমানিক ৪০০ জন উপস্থিত থাকতে পারবেন বলেও জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।ড.মোহাম্মদ ইউনুসের মতামতের ভিত্তিতে এই সরকারের রূপরেখা ঘোষনা করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
নাসিফ/এমএ//