জুমাতুল বিদা,শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ৩১ মার্চ শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত মোট ১৬ দিনের জন্য বন্ধ থাকবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
ঈদের ছুটি শেষে ১৬ এপ্রিল থেকে যথারীতি ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কাৰ্যক্ৰম পুনরায় চালু হবে।
পরিবারের সঙ্গে বহুদিনের এই দূরত্বের কারণে চাপা কষ্ট ছিল শিক্ষার্থীদের মনে। অবশেষে সেই কষ্টের অবসান ঘটলো। ক্লাস,পরীক্ষা শেষ করে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও ছুটি কাটাতে বাড়ি ফিরছেন তারা।এতদিনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা একে অপরকে বাড়ি যাওয়ার তারিখ জিজ্ঞেস করছিলো।এখন নাড়ির টানে বাড়িতে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। অবশ্য অনেকের ক্লাস, পরীক্ষা আগে শেষ হওয়ায় তারা আগেই বাড়িতে চলে গেছে। পরিবারের সঙ্গে দূরত্ব ঘুচে একসঙ্গে হবে ঈদ উদযাপন, এই আনন্দেই উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। এ যেন, ঈদের আগেই আরেক ঈদ। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট, ফার্স্ট গেইট এবং থার্ড গেইট সংলগ্ন বাস স্টপেজে এসে ব্যাগ-ব্যাগেজ নিয়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। একে অপরকে জড়িয়ে ধরে দিচ্ছেন বিদায়।
বিশ্ববিদ্যালয়ের ছুটি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহাবুব হোসেন বলেন, “শিক্ষার্থীরা যেনো এই ছুটিতে পরিবারের সাথে সুস্থ শরীরে ঈদ উদযাপন করে ঈদ আনন্দের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে।তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেনো রাস্তাঘাট চলাচলের বিষয়ে সচেতন থাকে এবং পরিবার সহ অন্যান্য ব্যাক্তিদেরও রাস্তা চলাচল এবং স্বাস্থ্যের প্রতি সচেতনতা সৃষ্টি করে।শিক্ষার্থীরা যেনো অলস সময় পার না করে জীবন এবং ভবিষ্যৎ বাস্তবমুখী কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারে।সকলে পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করে আবারো সুস্থ শরীরে প্রাণের ক্যাম্পাসে ফিরে আসুক সর্বোপরি এটাই প্রত্যাশা করি।
এদিকে বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ায় আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের উদ্দেশ্যে হলত্যাগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে হল প্রশাসন।
অত্র বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের বিজ্ঞপ্তিতে বলা হয়,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা ও অফিসমূহ বন্ধ থাকবে। তাই অত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে অবস্থানকারী সকল আবাসিক শিক্ষার্থীরা যেনো ২৯ মার্চ তারিখ দুপুর ১২ টার মধ্যে হল ত্যাগ করে।শিক্ষার্থীরা যথারীতি আগামী ১৬ এপ্রিল থেকে পূর্বের ন্যায় হলে অবস্থান করতে পারবে।
বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী জয়নাল আবেদিন মীর ফিরছেন অনেক দূরের পথ হবিগঞ্জের গ্রামের বাড়িতে। তিনি বলেন আহ্লাদিত কন্ঠে বলেন, “অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি। অনেকদিন পর পরিবারের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে,ভাবের আদান প্রদান হবে বিষয়টি ভাবতেই ভালো লাগছে।গ্রামের আলপথ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।আমি গ্রামে গিয়ে আলপথের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চাই।আমি দোয়েল ডাকা সকালে উঠে শিশিরে ভোজাতে চাই পায়ের গোড়ালি,খুঁজে বের করতে চাই কোকিলের সুমিষ্ট কন্ঠ কোথা থেকে ভেসে আসছে। এক কথায় ঈদে বাড়ি ফেরার আনন্দ এক অন্যরকম স্বর্গীয় অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে গেলে পরিপূর্ণ রূপে প্রকাশিত হবে না
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি