আজ রবিবার নাটকের তিতিলী কিংবা শ্রাবণ মেঘের দিন সিনেমার কুসুম, বরাবরই নিজের অনন্য অভিনয় প্রতিভায় দর্শকদের মুগ্ধ করে এসেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তাকে শেষ ২০০৮ সালে হুমায়ুন আহমেদ পরিচালিত “আমার আছে জল” সিনেমায় নিশাদের চরিত্রে দেখা যায়। এরপর অভিনয়ে বিস্তর বিরতি। প্রায় ১৬ বছর পরে আবার ক্যামেরার সামনে দাড়াচ্ছেন এই গুণী অভিনেত্রী।
‘নীল জোছনা’ নামক ছবিটি দিয়ে আবারও লাইম লাইটে আসছেন শাওন। সাথে থাকছেন ওপার বাংলার আরেক বহুমূখী অভিনেত্রী পাওলি দাম। এই ছবিতে শাওন ও পাওলি ছাড়া আরোও অভিনয় করছেন পার্থ বড়ুয়া, এফ এস নাঈম, ইন্তেখাব দিনারের মতো অভিনেতারা।
এ সম্পর্কে আরোও জানা গিয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত সিনেমাটির শুটিং প্রায় শেষের পথে। মানিকগঞ্জে শুটিংয়ের মধ্য দিয়ে ১৭ই জুলাই আনুষ্ঠানিকভাবে শেষ হবে ছবিটির ৯৫ ভাগ দৃশ্যায়ন।
এর আগে ছবিটির শুটিং শুরু হয় ৪ জুলাই বিএফডিতে। শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসেন পাওলি। ১৭ই জুলাই শুটিং শেষ করে ১৮ তারিখে তার আবার কলকাতা ফিরে যাওয়ার কথা।
কোভিডের আগে তিনি শেষবার ঢাকায় এসেছিলেন, দুই বাংলার আয়োজিত একটি অ্যাওয়ার্ড ফাংশানে। শাকিব খানের সঙ্গে ২০১৭ সালে মুক্তি পায় তার ছবি ‘সত্তা’। সেই ছবিতে নিজের ভালো অভিনয়ের জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এখন দর্শক আশা করছে এই দুই অভিনেত্রী এবং আরো কয়েকজন গুনী অভিনয় শিল্পীর সমন্বয়ে চমৎকার একটি সিনেমা তারা পেতে চলেছে। বিশেষ করে শাওনের কামব্যাক দর্শকদের এই আগ্রহকে আরোও বাড়িয়ে দিয়েছে।