স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র মাহে রমজান, শবে-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ১৭ দিনের ছুটিতে যাচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৬ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১২ এপ্রিল (শনিবার) থেকে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে।
এ বিষয়ে আব্দুল মান্নান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয় জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন অফিস, রান্নাঘর ও ডাইনিংসহ সব ধরনের সেবা প্রদান বন্ধ থাকবে। যারা হলে অবস্থান করবেন, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হবে।
তিনি আরও জানান, ২৫ মার্চ রাতে সেহরি খাওয়ার পর থেকে হলের ডাইনিং বন্ধ থাকবে এবং ১১ এপ্রিল রাতের খাবারের পর পুনরায় চালু হবে।