দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর আজ বৃহস্পতিবার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ নিশ্চিত করেছেন যে হাইকোর্টের রায়ের আদেশ সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে ছাড়া পাবেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের এক রায়ে ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে খালাস পান তিনি।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় ঘোষণা করে। এ রায়ের ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলা থেকে মুক্তি নিশ্চিত হয়।
বাবরের মুক্তির খবরে তার নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ এবং আশপাশের এলাকাগুলোতে আনন্দের বন্যা বইছে। ঢাকায় তার মুক্তি উদযাপন করতে তার এলাকা থেকে অনেকেই ইতোমধ্যে জড়ো হয়েছেন। বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী বলেছেন, “দীর্ঘদিন পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জনগণের সেবায় ফিরে আসতে উদগ্রীব।”
উল্লেখ্য, ২০০৭ সালে আটক হওয়ার পর বিভিন্ন মামলায় বাবরের দণ্ড হয়েছিল, যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে সম্প্রতি হাইকোর্টের রায়ে তিনি এসব মামলার দায় থেকে খালাস পান।
আরইউএস