রুশাইদ আহমেদ: জুলাই মাসের ঐতিহাসিক গণআন্দোলন স্মরণে ১ জিবি ইন্টারনেট ডেটা বিনামূল্যে পাবেন দেশের সকল মোবাইল গ্রাহকেরা।
বুধবার (৯ জুলাই) এক নির্দেশনার মাধ্যমে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি এই উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির বিবরণ অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনায় ৮ জুলাই অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুসারে, ১৮ জুলাই দিনটিকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে, মোবাইল অপারেটররা তাদের গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ডেটা বিনামূল্যে সরবরাহ করবে।
গ্রাহকদের এ বিষয়ে অবহিত করতে অপারেটরদের আগেই এসএমএস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এসএমএস বার্তায় উল্লেখ থাকবে: “কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ ৫ দিন।”
বিটিআরসি নির্দেশনায় আরও বলা হয়েছে, অপারেটরদের এই পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং দিনটির তাৎপর্য রক্ষার্থে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র সংস্কার আন্দোলন দমনে তৎকালীন সরকার দেশের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে তখন জন্ম হয় ব্যাপক সমালোচনার।