বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার রোডম্যাপও প্রকাশ করেছে দলটি। ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ এই পরিকল্পনা তুলে ধরা হয়।
সম্মেলনে বিএনপির নেতারা জানান, বৈদেশিক বিনিয়োগ (FDI) বাড়াতে জিডিপির অনুপাতে FDI বর্তমানে ০.৪৫ শতাংশ থেকে ২.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে তারা। এ জন্য ১১টি রেগুলেটরি সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে বিডাকে আরও কার্যকরী করা, বিনিয়োগকারীদের সুরক্ষা আইন প্রণয়ন, ২৪ ঘণ্টা সেবা চালু এবং ভিসা ওয়ার্ক পারমিট ব্যবস্থার আধুনিকীকরণ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা বার্তায় জাতীয় ঐক্যকে উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন এবং অতীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়ের বিনিয়োগবান্ধব নীতির কথা স্মরণ করিয়ে দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নীতিগত ধারাবাহিকতা বজায় রেখে বিনিয়োগকারী সুরক্ষা নিশ্চিত করবে বিএনপি। মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক শ্রমবাজারেও সফলতা আনতে চায় দলটি।