জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবম বর্ষপূর্তি এবং এক দশকে পদার্পণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
১৩ মে (সোমবার) সকাল ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে কনফারেন্স রুমে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য ডি এইচ রনির উপস্থাপনায় জাতীয় সঙ্গীত, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজনের মাধ্যমে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড সৌমিত্র শেখর, বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড.আতাউর রহমান,আলোচক অমিত রায় সাধারণ সম্পাদক ময়মনসিংহ প্রেসক্লাব,সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মো ফাহাদ বিন সাঈদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, পরিবহন প্রশাসক ড.মো আরিফুর রহমান,প্রকল্প পরিচালক প্রকৌশল জোবায়ের হোসেন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তর প্রধান,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খুরশেদুল আলম মুজিব, প্রেসক্লাবের আহ্বায়ক আলমগীর হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন,মাটি ও মানুষের সম্পাদক এটিএম মনির,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো শামীম,প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, সাংবাদিক ফরহাদ হোসেন, আমার সংবাদ প্রতিনিধি মামুনুর রশীদ, সময়ের আলো প্রতিনিধি হুমায়ন কবির ইমাদ্রী সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, বর্তমান সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল সংগঠনের সদস্যবৃন্দ।
উপাচার্য সৌমিত্র শেখর তার বক্তব্যে তুলে ধরেন, শিক্ষক শিক্ষার্থী সকলের প্রিয় সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আমি সাংবাদিক সমিতির সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি মনে করি, সাংবাদিক সমিতির সদস্যরা সঠিক পথেই রয়েছেন।
উপাচার্য আরও বলেন, আমি সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়েই থাকতেই চাই। এলাকাবাসীর সহযোগীতা সবসময় পেয়েছি এবং ভবিষ্যতেও সহযোগীতাপূর্ণ সম্পর্ক আশা করছি। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার জন্য আমরা একসাথে কাজ করতে চাই।
পরিশেষে সাংবাদিক সমিতির প্রতি শুভকামনা জানান।
এছাড়াও মূখ্য আলোচক আমিত রায় বলেন, সাংবাদিক সমিতির প্রতি শুভাকামনা জানিয়ে বলেন ভবিষ্যতে সাংবাদিক সমিতি ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে যাবে। সাংবাদিকরা সব সময় এক সাথে কাজ করে যাবো দেশের উন্নয়নের স্বার্থে।
সাংবাদিক সমিতির সভাপতি মোঃ ফাহাদ বিন সাঈদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাচীন সংগঠন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ৯ বর্ষ শেষ করে ১০ম বর্ষে পদার্পণ করেছে। সংগঠনটি ২০১৫ সালে প্রতিষ্ঠা কালে কিছু তরুণ মেধাবীর হাতে গড়ে উঠেছিলো, হাঁটিহাঁটি পা পা করে এই দীর্ঘ সময় সকলের আস্থা, বিশ্বাস আর ভালবাসার এই সংগঠন আজ এই অবস্থানে। ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা স্লোগান কে বুকে ধারণ করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে প্রতিষ্ঠিত করার লড়াই করে চলছে সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়কে দেশ ও বিদেশে পরিচিত করতে কাজ করে যাচ্ছে এই সংগঠনের প্রতিটি সাংবাদিক। সাংবাদিক সমিতির সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভেচ্ছা।
সবশেষে সমিতির প্রয়াত নেতৃবৃন্দ এবং সদস্যদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন আজকের অনুষ্ঠানের সভাপতি মোঃ ফাহাদ বিন সাঈদ।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ই মে প্রতিষ্ঠা লাভ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে বর্ণিল আয়োজনে এই নবম বছর পার করে দশম বছরের পদার্পণ উদযাপন করেছে সাংবাদিক সমিতি।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয়