২০২৪ সাল বিশ্বজুড়ে ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছে। মুদ্রাস্ফীতি, নির্বাচন এবং যুদ্ধ—এই তিনটি ইস্যু বছরের প্রধান আলোচনার কেন্দ্রে ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাবহুল বছরটি শেষ হতে চলেছে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য পরিবর্তনের মাধ্যমে।
মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক পরিবর্তন
বিগত কয়েক বছরে বিশ্বব্যাপী বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেলেও ২০২৪ সালে বেশিরভাগ দেশে মুদ্রাস্ফীতির হার কিছুটা কমেছে। তবে এতে ভোটারদের অসন্তুষ্টি দূর হয়নি। ফলে ব্যালট বাক্সে ক্ষমতাসীন দলগুলোকে চড়া মূল্য দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রে উচ্চ ব্যয়ের কারণে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। মার্কিন জনগণ ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বদলে ট্রাম্পের ওপর আস্থা রেখেছে। ২০২০ সালের নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও ২০২৪ সালে ট্রাম্পের প্রত্যাবর্তন বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
এছাড়া, মুদ্রাস্ফীতির কারণে যুক্তরাজ্য, বতসোয়ানা, পর্তুগাল, পানামা, এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশে বিরোধী দলগুলো ক্ষমতায় এসেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ডিসেম্বরে সামরিক আইন জারি করতে চাইলেও তা ব্যর্থ হয়েছে। একই চিত্র দেখা গেছে ফ্রান্স, জার্মানি, জাপান এবং ভারতের নির্বাচনে। তবে রাশিয়ায় এই প্রবণতার ব্যতিক্রম দেখা গেছে। সেখানে ভ্লাদিমির পুতিন ৮৮ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।
যুদ্ধ এবং বৈশ্বিক সংঘাত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান থাকলেও ট্রাম্পের পুনর্নির্বাচন এই সংঘাতে নতুন মাত্রা যোগ করতে পারে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এক দিনের মধ্যে এই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেন। তবে ইউক্রেন ও ইউরোপের অন্যান্য দেশ আশঙ্কা করছে, ট্রাম্প হয়তো পুতিনকে সমর্থন করতে পারেন।
মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হামলা গাজা থেকে লেবাননে সম্প্রসারিত হয়েছে। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ৫০ বছরের বাথ শাসনের অবসান ঘটিয়েছে। বাংলাদেশেও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা আগস্টে ক্ষমতাচ্যুত হন।
প্রযুক্তির আধিপত্য
২০২৪ সালে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রযুক্তি খাতে নেতৃত্বাধীন সাতটি বৃহৎ প্রতিষ্ঠান, যাকে বলা হচ্ছে ‘ম্যাগনিফিসেন্ট সেভেন,’ এসঅ্যান্ডপি ৫০০-এর এক-তৃতীয়াংশ বাজার নিয়ন্ত্রণ করেছে। ইলন মাস্ক এই পরিবর্তনের শীর্ষে থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থদাতা এবং উপদেষ্টার ভূমিকায় আছেন।
২০২৫ সালের দিকে এই প্রযুক্তি-রাজনীতি সংমিশ্রণ আরও শক্তিশালী প্রবণতা হিসেবে আবির্ভূত হতে পারে। ২০২৪ সাল, তাই শুধু ঘটনা প্রবাহের নয়, বরং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী একটি বছর হিসেবে ইতিহাসে চিহ্নিত হতে যাচ্ছে।
আরএস//বিএন