সৌদি আরব এককভাবে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। ফিফা সম্প্রতি ২৫তম বিশ্বকাপ আসরের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে। আসরটি অনুষ্ঠিত হবে দেশটির ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে, যেখানে ৪৮টি দল অংশ নেবে।
তবে মধ্যপ্রাচ্যের মুসলিমপ্রধান দেশ সৌদি আরবে মদ্যপানের অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কঠোর আবগারি আইন বিশ্বকাপের সময়ও শিথিল করা হবে না। সৌদি আরবে ১৯৫২ সাল থেকে মদ নিষিদ্ধ, এবং আইন অনুযায়ী মদপান করলে বেত্রাঘাত, জরিমানা, কারাদণ্ড, বা দেশ থেকে বহিষ্কার করা হয়।
যদিও সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন ও ব্যবসা খাতকে এগিয়ে নিতে কিছুটা শিথিলতার ইঙ্গিত দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি মদের দোকান চালু করা হয়েছে, যেখানে শুধু অমুসলিমরা প্রবেশ করতে পারেন। তবে প্রকাশ্যে মদ্যপানের অনুমতি এখনো কঠোরভাবে নিষিদ্ধ।
বিশ্বকাপের সময় স্টেডিয়ামে মদ বিক্রি হবে না বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিফার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবে ম্যাচ চলাকালে মদ বিক্রির প্রশ্নই ওঠে না। বিলাসবহুল হোটেলেও অ্যালকোহল নিষিদ্ধ থাকবে।
কাতারের ২০২২ বিশ্বকাপে কিছু জায়গায় মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে সৌদি আরবের ক্ষেত্রে নিয়ম শিথিল করার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। বিশ্বকাপ শুরুর এখনও ১০ বছর বাকি, তাই ভবিষ্যতে কোনো পরিবর্তন আসবে কিনা তা এখনই বলা কঠিন।
আরএস//বিএন