২০ বছর ধরে অভিনেতা হিসেবে পারিশ্রমিক নিই না: আমির খান
বলিউডে “মিস্টার পারফেকশনিস্ট” খ্যাত আমির খান ২০২২ সালের শেষ দিকে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। টানা ৩৫ বছর অভিনয়ের পর তার এই সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। তবে এক বছরের বিরতি শেষে আবারও রূপালি পর্দায় ফিরেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, গত দুই দশক ধরে তিনি অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করছেন না। তার ভাষায়, “প্রায় ২০-২১ বছর ধরে আমি সিনেমা থেকে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নিই না। যদি সিনেমা দর্শকদের পছন্দ হয়, তাহলে সেটি থেকে আমি উপার্জন করি। আর যদি সিনেমা সাফল্য না পায়, তাহলে আমারও কোনো আয় হয় না।”
তাহলে কি তিনি একেবারেই বিনা পারিশ্রমিকে কাজ করেন? এ প্রশ্নের জবাবে আমির খান জানান, তিনি চলচ্চিত্র জগতে অর্থ উপার্জনের পুরোনো একটি পদ্ধতি অনুসরণ করেন, যা তাকে নানা পরীক্ষা-নিরীক্ষার স্বাধীনতা দেয়। তবে এই পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও করেন আমির খান, ফলে চলচ্চিত্র ব্যবসার অর্থনীতি সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। তিনি মনে করেন, যদি কোনো সিনেমার বাজেট ২০০ কোটি রুপি হয় এবং একজন তারকা বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে ফেলেন, তবে সিনেমাটি ব্যর্থ হলে সেই বিনিয়োগের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জমিন পার’ ছিল আমির খানের প্রথম পরিচালিত সিনেমা, যা ব্যাপক সাড়া ফেলেছিল। এবার এই সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’ দিয়ে অভিনয়ে ফিরছেন তিনি। শুধু অভিনয়ই নয়, সিনেমাটি প্রযোজনাও করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ২৫ ডিসেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।