জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলে ২২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি কার্যকর হবে আগামী ৩০ মে ( বৃহস্পতিবার) থেকে ২০ জুন(বৃহস্পতিবার) পর্যন্ত।
রোববার (২৬মে ) ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।
উল্লেখ্য অফিসসমূহে গ্রীষ্মকালীন ছুটি ৩০ মে হতে ৪ জুন মোট ৬ দিন ও ঈদুল আযহা উপলক্ষে ১৩ জুন হতে ২০ জুন মোট ৮ দিন বন্ধ থাকবে।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়