Home » news » ২৪শের শহীদের স্মরণে ইবি গ্রীন ভয়েসের বৃক্ষ রোপণ কর্মসূচী
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদি সংগঠন গ্রীন ভয়েস। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে এ কর্মসূচী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ও সংগঠনটির সাবেক সভাপতি এস এম সুইট, বিশ্ববিদ্যালয়ের ঐক্যমঞ্চের আহবায়ক ইয়াশিরুল কবির সৌরভ, সংগঠনটির সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমনসহ সংগঠনটির অন্য নেতৃবৃন্দ।
কর্মসূচী নিয়ে সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, গ্রীন ভয়েস ইবি শাখা প্রত্যেক বছরই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে। তার ধারাবাহিকতায় গত জুলাই মাসে আন্দোলন চলাকালীন সময়ও আমরা বৃক্ষরোপণ করেছি। আমাদের দেশের এই পটপরিবর্তনে যেসকল ভাই শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে এই বৃক্ষরোপণ করা। আমরা এই কর্মসূচীর মাধ্যমে তাদের স্মরণ করতে চাই।
সংগঠনটির সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, গণআন্দোলনে নিহত সকল শহীদের স্মরণ এবং আমার ২৪শের বিজয় কে উদযাপন উপলক্ষে আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি। শহীদদের প্রতি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই এ মহৎ উদ্যোগ নেওয়া।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় এস এম সুইট বলেন, গ্রীণ ভয়েসের এ বৃক্ষরোপণ কাজটি একটা মহৎ কাজ। শহীদের স্মরণে আমরা উল্লেখ যোগ্য কিছুই করতে পারি নি। সেখানে গ্রাীণ ভয়েস এমন কাজ করেছে অবশ্যই প্রশংসনীয় কাজ। আমি অন্য সামাজিক সংগঠন গুলোকে আহবান জানাবো এসব সামাজিক কাজে নিয়জিত হতে সাথে সাথে গ্রীণভয়েস কে বলবো তারা এমন কাজ চলমান রাখুক।