বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে দুজন বাংলাদেশি কৃষককে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ায় স্থানীয় গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে দুজন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হাতে তুলে দেয়।
শুক্রবার (২ মে) সকালে ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ১০-এর কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার উপপরিদর্শক (এসআই) কাওসার।
ধৃত বাংলাদেশিরা হলেন কাটালিয়া গ্রামের মাসুদ রানা (২৬), পিতা এনামুল, এবং একই গ্রামের এনামুল হক (৫৫), পিতা ইসরাইল।
স্থানীয়রা জানান, তারা মাঠে ধান কাটার কাজ করছিলেন, এমন সময় সকাল সাড়ে ১১টার দিকে বিএসএফের সদস্যরা সীমান্ত পেরিয়ে এসে অস্ত্রের মুখে দুজনকে তুলে নিয়ে যায়।
বিএসএফের আচরণে প্রথমে কেউ প্রতিবাদ না করলেও পরে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে প্রতিবেশী দেশ ভারতের দুজন নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে দিনাজপুর সেক্টরের বিজিবি কমান্ডার কর্নেল মিজান জানান, ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি এবং বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চলবে। তিনি আরও আশা প্রকাশ করেন, উভয় পক্ষের আলোচনায় সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।