ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মোট ৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রুশ সম্পদ জব্দ করেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য।
শুক্রবার (২১ মার্চ) যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এএফপি লিখেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত তারা ২,০০১ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আরও কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এমা রেনল্ডস বলেন:
❝আমরা আমাদের মিত্রদের সঙ্গে মিলে রাশিয়াকে ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ থেকে বঞ্চিত করেছি, যা তাদের চার বছরের সামরিক ব্যয়ের সমান। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় আমরা কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখব।❞
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধের তৃতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তাকারীদের বিরুদ্ধে ১০০টিরও বেশি নতুন নিষেধাজ্ঞা জারি করে।
এই নিষেধাজ্ঞাগুলো পুতিন ও তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ ও নগদ অর্থ ব্যবহারে বাধার সৃষ্টি করছে। তবে ব্রিটেনসহ অন্যান্য ইউরোপীয় দেশ এখনো এই সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
বৃহস্পতিবার (২০ মার্চ) যুক্তরাজ্য ইউক্রেনে যুদ্ধ বন্ধের সম্ভাব্য উপায় খুঁজতে সামরিক নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছে।
এদিকে, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সহায়তা বন্ধের ঘোষণা দেন এবং যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর পর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়ের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন।
আরইউএস