৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল
যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ শনিবার ইসরায়েল সরকার ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে। এর বিনিময়ে হামাস গাজা উপত্যকায় আটক ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে।
হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি বন্দিদের সহায়তাকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, মুক্তি পাওয়া ৩৩৩ জন বন্দি গাজার বাসিন্দা, যাদের ২০২৩ সালের অক্টোবরের পর বিভিন্ন সময়ে ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছিল। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি।
হামাস এর আগে শুক্রবার ইসরায়েল সরকারের কাছে ৩ ইসরায়েলি জিম্মির নাম পাঠায়, যারা আজ মুক্তি পাচ্ছেন। তারা হলেন সাশা ত্রোউফানভ, সাগুই দেকেল-শেন এবং আয়ার হর্ন। ২০২৩ সালের হামলার সময় হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে প্রায় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়, তাদের মধ্যে এ তিনজনও ছিলেন।
হামাসের সামরিক শাখার মুখপাত্র হাজেম কাসেম তুরস্কের আনাদোলু এজেন্সিকে জানান, এই বন্দিমুক্তির প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হবে, যা ফিলিস্তিনি সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটাবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। টানা ১৫ মাস ধরে চলা এই অভিযানে গাজায় ৪৮ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ১১ হাজারেরও বেশি আহত হয়েছে। পুরো গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের চাপে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে পাঁচ দফায় ইসরায়েল ১৬ জন জিম্মিকে মুক্ত করেছে, বিনিময়ে হামাস ৭৬৬ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি