বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন এবং ৩ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিনদফা দাবি আদায়ের জন্য বৃষ্টিতে ভিজেই তালাইমাড়ি মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যান তারা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেয় তারা। এরপর ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে তালাইমাড়ি মোড়ে এসে সাড়ে ১২ টায় বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের তিন দফার প্রথম দাবি হলো নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চায় তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে। দ্বিতীয় দাবিটি হলো দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে।
তারা আরো বলেন, দশম গ্রেডে আমাদেরকে কোন ধরনের আবেদনের সুযোগ দেওয়া হয়নি।সেখানে আমাদের সুযোগ দিতে হবে। তৃতীয় দাবিটি হলো ইন্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইন্জিনিয়ার পদবি লিখতে পারবে না। ডিপ্লোমারা টেকনিশিয়ান পদবি ব্যবহার করবে ইন্জিনিয়ারিং পদবি না। তিন দফা দাবি আদায় না হলে পরে আরও কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন তারা। এ সময় দুই হাজারের অধিক শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।
ডিআই/আরইউএস