পদোন্নতিসহ দুটি দাবি আদায়ের লক্ষ্যে শনিবার থেকে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে জরুরি বিভাগে সেবা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের নেতারা।
শনিবার (৮ মার্চ) সকালে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয়ের সামনে চিকিৎসকদের অবস্থান নিতে দেখা যায়।
এর আগে, শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এতে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে, যা তিন দিন চলবে। দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে—চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতির সুযোগপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্রুত ও পূর্বের তারিখ থেকে কার্যকরভাবে পদোন্নতি দেওয়া। এছাড়া, ক্যাডারের অভ্যন্তরীণ ও পারস্পরিক বৈষম্য দূর করা এবং তৃতীয় গ্রেড পাওয়া যোগ্য চিকিৎসকদের নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে উন্নীত করে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।
ফোরামের সদস্যসচিব ডা. মো. বশির উদ্দিন জানান, শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের সঙ্গে চিকিৎসক নেতাদের বৈঠক হয়েছে। তিনি দাবি পূরণের বিষয়ে আশ্বাস দিয়েছেন।
ডা. বশির উদ্দিন আরও জানান, রোববারও কর্মবিরতি চলবে এবং চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান নেবেন। তিনি বলেন, ‘উপদেষ্টার বিশেষ সহকারী সেখানে এসে আমাদের দাবি পূরণের ঘোষণা দিলে আমরা কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেব। শুক্রবার রাতে জরুরি বৈঠকে আমাদের আশ্বস্ত করা হয়েছে, তবে আমরা সুনির্দিষ্ট সময়সীমা জানতে চাই।’