খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি। সেদিন ক্ষমতাসীন আওয়ামী লীগও ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’-এর নামে মুখোমুখি পাল্টা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম বারের মত আবারও রাজপথে মুখোমুখি হতে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দুই দলের কর্মসূচির স্থান ও সময় কাছাকাছি হওয়ায় সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।
ভোটের প্রায় সাড়ে তিন মাস পর খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৬ এপ্রিল বেলা আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির কর্মসূচি ঘোষণার এক দিন পর রোববার (২১ এপ্রিল) একই দিন একই সময়ে কাছাকাছি স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতাদের দাবি সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, এ জন্য সতর্কতার অংশ হিসেবে তাদের নেতাকর্মীরাও মাঠে থাকবে।