৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ব্যাচভিত্তিক ফোরাম গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে এই কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে সরকারি মুকসুদপুর কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. নাজমুল হুসাইন নয়নকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে । বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক ফয়সালকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে । এ ছাড়া কমিটিতে মোট ৬৩ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যরা ফোরামের কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস এবং সাধারণ শিক্ষা ক্যাডারের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব প্রাপ্তির বিষয়ে অনুভূতি প্রকাশ করে মো. নাজমুল হুসাইন নয়ন বলেন,প্রতিটি দায়িত্ব নতুন কাজের মাত্রা যোগ করে।অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে।সেই সাথে মনের মাঝে আনন্দের সৃষ্টি করে। আমি যতদিন দায়িত্বে থাকবো, ততদিন সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে ৪১ বিসিএস শিক্ষা ক্যাডারদের ভালো মন্দের বিষয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
সদস্য সচিব ফয়সাল তার অনুভূতিতে বলেন,নব গঠিত কমিটির পক্ষ থেকে ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পরিবারের সবাইকে শুভেচ্ছা। ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা পরিবারসহ শিক্ষা ক্যাডারের সার্বিক মঙ্গলের জন্য কাজ করাই এই কমিটির মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য। দায়িত্ব গ্রহণের সাথে সাথে আমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে শিক্ষা ক্যাডারকে ক্যাডারের তালিকা থেকে বাদ দেয়ার ষড়যন্ত্র মোকাবেলা করা। বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলনে সবাইকে পাশে থাকার আহ্বান জানাই।
নাঈম//বিএন