বিশেষ প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রেক্ষিতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পাশাপাশি, একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরেও (USTR) আরেকটি চিঠি পাঠানো হবে, যা পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রবিবার (৬ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
শফিকুল আলম বলেন:
❝চিঠিতে বাংলাদেশ সরকারের নেওয়া এবং ভবিষ্যতে নেওয়ার পরিকল্পিত পদক্ষেপগুলো উল্লেখ থাকবে, যা যুক্তরাষ্ট্রে রপ্তানি সহজতর করবে এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে উৎসাহ জোগাবে। সবকিছুই এমনভাবে উপস্থাপন করা হবে, যাতে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষিত হয়।❞
প্রেস সচিব আরও জানান, বাংলাদেশ প্রতিযোগিতামূলক দেশগুলোর তুলনায় আরও বেশি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়, যেন উভয় দেশের জন্যই লাভজনক পরিস্থিতি সৃষ্টি হয় এবং বাংলাদেশের মার্কেট অ্যাক্সেস আরও সম্প্রসারিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক ও ফারুক হাসান, বিশিষ্ট ব্যবসায়ী তপন চৌধুরী, অ্যাপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেম এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।