চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪ বাংলাদেশিকে আটক করেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মুকুল (পিতা: মহবুল আলম) , আলিস (পিতা: মোশাররফ হোসেন), দুরুল হুদা (পিতা: ইসহাক আলী), বাবু (পিতা: মতিউর রহমান ওরফে মতি মিয়া)। তাদের সবার বাড়ি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে।
আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম জানান, “ভোররাতে মেয়ের জামাইসহ চারজন ভারত সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।”
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম এবং রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চেয়ারম্যান বলেন, “আমার ইউনিয়নের চার বাসিন্দাকে বিএসএফ আটক করেছে। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”
এ বিষয়ে জানতে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের ফেরত আনার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।