বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রত্যেকেই এই স্বাধীনতাকে সাদরে গ্রহণ করলেও দীর্ঘ ৫৪ বছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে জামায়াতের বিরুদ্ধে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামের আয়োজিত দলটির এক জনসভায় এই মন্তব্য করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য এক সমৃদ্ধ বাগান, যেখানে প্রত্যেক নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে। একটি বিভক্ত জাতি কখনও বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হতে পারে না। তাই যদি দেশকে বিভক্ত করে প্রতিহিংসার সংস্কৃতি তৈরি করা হয়, তাহলে জাতির ঐক্য বিনষ্ট হবে।
তিনি অভিযোগ করেন, বিগত ১৬ বছরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে এবং জনগণকে গণতন্ত্রের স্বাদ থেকে বঞ্চিত রাখা হয়েছে। এরপরও আমাদের নির্মূলের শত চেষ্টা যারা করেছিল, তারাই আজ ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। প্রিয় জন্মভূমির স্বাধীনতাকে আমরা সকলে মেনে নিয়েছি। আর “চব্বিশের চেতনা” সমুন্নত রাখতেও আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
জামায়াত আমির হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, কিছু গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ফ্যাসিবাদের সহযোগী হয়ে বিদেশে পালিয়ে গিয়ে অশান্তি উসকে দিচ্ছে। যদি এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, তবে তার দায় ষড়যন্ত্রকারীদেরই নিতে হবে।
আরইউএস