কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় রাজধানীর মহাখালীতে ডেটা সেন্টারের অগ্নিসংযোগের জেরে টানা পাঁচ দিন বন্ধ থাকার সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ও গুজবের প্রসার রোধে এখনও চালু করা হয়নি সোশ্যাল মিডিয়াগুলো।
চলতি মাসের প্রারম্ভে শুরু হওয়া সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন আচমকাই সহিংস হয়ে ওঠে ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী নিহত হলে। এরপর থেকে ছাত্রদের আন্দোলনে বহিরাগতরা অনুপ্রবেশ করে শুরু করেন ব্যাপক নাশকতা। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসহ ঢাকার মহাখালীর ডেটা সেন্টারে অগ্নিসংযোগ করা হলে সারাদেশ ইন্টারনেটবিহীন হয়ে পড়ে। এতে সারাদেশের ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিপাকে পড়েন নানা শ্রেণি-পেশার মানুষ।
পরে মেরামত শেষে মঙ্গলবার (২৪ জুলাই) দেশজুড়ে পুনরায় ব্রডব্যান্ড সেবা সীমিত পরিসরে চালু করা হলেও গুজব প্রতিরোধে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালু করা হয়নি এখনও।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে জানান, তারা সামাজিক যোগাযোগমাধ্যম কতটুকু অনুমোদন করবেন তা নিয়ে এখন নিশ্চিত নন। এ পর্যায়ে ইন্টারনেটকে আগে পুনঃস্থাপন করি।