পাঁচ ম্যাচ পর গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তার গোলে ফেরার দিনে নিউ ইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়ে আর তার দল ইন্টার মায়ামিও ফিরল জয়ের পথে।
ম্যাচের ৬৭তম মিনিটে সতীর্থ তালেসকো সেগোভিয়ার সঙ্গে ওয়ান-টু পাস শেষে তার লেজেন্ডারি বাম পায়ের শটে গোল করেন মেসি। এটি ছিল এমএলএস সিজনে তার চতুর্থ এবং ২০২৫ সালে সকল প্রতিযোগিতায় অষ্টম গোল।
গত ৯ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে এলএ এফসির বিপক্ষে দুই গোল করার পর এটিই তার প্রথম গোল।
মেসির আগে গোল করে দলকে এগিয়ে নেন ফাফা পিকাল্ট (৯), মার্সেলো ভেইগান্ট (৩০) এবং লুইস সুয়ারেজ (৩৯)। সুয়ারেজও এদিন নিজের ৯ ম্যাচের গোলখরা কাটান, গোলের পাশাপাশি পিকাল্টের গোলে সহায়তা করেন এই উরুগুইয়ান তারকা। গত ১৪ মার্চের পর এটিই তার প্রথম গোল।
গত বছর মায়ামিতে যোগ দেওয়ার পর তার মোট গোল সংখ্যা দাঁড়াল ৩০।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ সেমিফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসের কাছে ৫-১ গোলে হেরে (দুই লেগ মিলিয়ে) বিদায় নেওয়ার পর এটিই মায়ামির প্রথম ম্যাচ। আগামী ১০ দিনের মধ্যে মায়ামি দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। ১০ মে মিনেসোটা ইউনাইটেডের এবং ১৪ মে মুখোমুখি হবে সান হোসে আর্থকোয়েকসের বিপক্ষে।
এই জয়ের ফলে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামি উঠে এসেছে চতুর্থ স্থানে, ১০ ম্যাচে ৬ জয়, ১ হার ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১। ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু।