বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে আশ্রয় নেওয়া সাড়ে ৫ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের প্রত্যাবাসনে মিয়ানমার শীঘ্রই নাম যাচাই-বাছাইয়ের কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ড. খলিলুর রহমান বলেন, বঙ্গোপসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট বিমসটেকের আগামী দুই বছরের জন্য বাংলাদেশ নেতৃত্ব গ্রহণ করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, বাংলাদেশ এ সময়ের মধ্যে বিমসটেককে আরও সক্রিয় ও ফলপ্রসূ সংগঠনে পরিণত করতে সচেষ্ট থাকবে। সমুদ্রপথে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি, বন্দর ব্যবস্থাপনা উন্নয়ন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংযোগ বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে ড. খলিলুর রহমান বলেন, বিমসটেকের সদস্য দেশগুলোর বহু আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এখনো চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ এ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও জানান, সাম্প্রতিক সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক পরিবহন ও সহযোগিতা বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা আঞ্চলিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে ড. খলিল বলেন:
❝বাংলাদেশ ইতোমধ্যে ছয় দফায় প্রায় ৮ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে। মিয়ানমার কর্তৃপক্ষ এই তালিকা যাচাই-বাছাইয়ের কাজ ইতিমধ্যে শুরু করেছে। এখন পর্যন্ত আড়াই লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত বলে মনে করছে তাঁরা। এর মধ্যে ১ লাখ ৮০ হাজার ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।❞
তিনি বলেন, কিছু বিভ্রান্তির কারণে প্রায় ৭০ হাজার রোহিঙ্গার নাম ও ছবি যাচাইয়ে দেরি হচ্ছে। এই বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, আগামী বছর রমজানের আগে প্রথম দফার প্রত্যাবাসন সম্পন্ন করা যাবে।
ড. খলিলুর রহমান জোর দিয়ে বলেন:
❝প্রত্যাবাসনের আগে আরাকান অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা অপরিহার্য। যুদ্ধাবস্থায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয়। এজন্য সেখানে যুদ্ধবিরতির প্রয়োজন রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও এ ক্ষেত্রে অত্যন্ত দরকার। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গেও আলোচনা আমরা আলোচনা করছি। দেখা যাক্ কী হয়।❞
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব নাঈম আলী উপস্থিত ছিলেন।