বলিউডের আলোচিত তারকা আমির খান আবারও শিরোনামে। ৬০ বছর বয়সে প্রেম নিয়ে আলোচনা চললেও এবার ভক্তদের জন্য অন্য এক সুখবর নিয়ে এলেন তিনি। নতুন এক উদ্যোগের মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও চলচ্চিত্র জগতের অন্দরমহলের গল্প তুলে ধরতে চলেছেন এই অভিনেতা।
তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে নানা ঘরানার ছবিতে অভিনয় করা আমির এবার নিজেই একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। ‘আমির খান টকিজ’ নামের এই প্ল্যাটফর্মে সিনেমা তৈরির নেপথ্যের গল্প, কঠোর পরিশ্রমের মুহূর্ত ও ক্যামেরার আড়ালের অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি।
তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু সিনেমার তৈরি হওয়ার পদ্ধতিই নয়, ভবিষ্যতে যদি কোনও দৃশ্য সেন্সরের কারণে বাদ পড়ে, তবে সেটিও এই চ্যানেলে প্রকাশ করা হতে পারে। অর্থাৎ, আমিরের শৈল্পিক দৃষ্টিভঙ্গির একটি নতুন প্রকাশ হতে চলেছে এই ইউটিউব চ্যানেল।
ব্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও আমির বরাবরই নিজের কাজকে প্রাধান্য দিয়েছেন। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করার পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করলেও ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।
নতুন এই উদ্যোগ দিয়ে আমির খান আবারও প্রমাণ করলেন, অভিনয়ের পাশাপাশি সৃজনশীল চিন্তার দিক থেকেও তিনি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।