পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
এই কর্মসূচিতে বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন। “বিডিআর কল্যাণ পরিষদ” নামে একটি সংগঠনের ব্যানারে কর্মসূচিটি পালন করা হচ্ছে।
দুপুর ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছিল। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর প্রথম আলোকে জানান, বিডিআরের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে, তবে তারা সড়কে নামেননি।
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের ছয় দফা দাবি জানিয়ে এই কর্মসূচি শুরু করেছেন। তাদের দাবিগুলো হলো:
1. শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্রমূলক মামলার রায় বাতিল করে আটককৃত বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হোক।
2. পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেওয়া হোক এবং ‘ব্যতীত’ শব্দসহ কিছু শর্ত বাদ দেওয়া হোক।
3. ষড়যন্ত্রের শিকার দেশপ্রেমিক বিডিআর সদস্যদের কমিশনে অন্তর্ভুক্ত করা হোক।
4. পিলখানায় শহীদ হওয়া ৭৪ জনের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হোক।
5. কারাগারে মারা যাওয়া বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে এবং অস্বাভাবিক মৃত্যু হলে দায়ীদের বিচার করতে হবে।
6. নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
এছাড়া, তারা বিজিবি আইন ২০১০ বাতিল করে বিডিআর আইন পুনর্বহাল করার এবং পিলখানার শহীদদের স্মরণে জাতীয় দিবস চালুরও দাবি জানিয়েছে।