সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫০ রানে পরাজয়ের পর প্রেস কনফারেন্সে আসেন সাকিব আল হাসান। বিশ্বকাপে বাংলাদেশ দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করায় সাকিব উল্টো প্রশ্ন করে বসেন উপস্থিত সাংবাদিকদের ‘আমরা যেন কত রান করেছি? ৬ ম্যাচে ৩ জয় ৩ হার, খুব একটা খারাপ না।’
এছাড়া ভারতীয় ইনিংসের শুরু থেকেই প্রশ্নটা উঠে গিয়েছিল যা ইনিংস শেষে আরও জোরালো হলো। এমন উইকেটে টসে জিতে কেন ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত?
টস জিতে ব্যাটিং কেনো নেওয়া হয়নি এর জবাবে সাকিব বলেন: ‘এসব সিদ্ধান্ত অধিনায়ক ও কোচ মিলেই নেয়। ভালো হলে তাঁরা কৃতিত্ব পান, খারাপ হলে সমালোচনা। এটাই নিয়ম।’
উল্লেখ্য, সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের ৫ উইকেটে করা ১৯৬ রানের জবাবে বাংলাদেশ ৮ উইকেটে করে ১৪৬ রান। ৫০ রানের বড় হারে বাংলাদেশের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ।