বাংলাদেশ আগামী ছয় মাসে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থেকে ১৪ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে।
এতে প্রায় ৯৬ কোটি মার্কিন ডলার বা ১১,৪৭৯ কোটি টাকা ব্যয় হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
জ্বালানি তেল আমদানি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর মাধ্যমে সরকার থেকে সরকার পর্যায়ের (জিটুজি) চুক্তিতে করা হবে। এর জন্য গত ২৪ অক্টোবর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।
এই আমদানিতে সাত দেশের আটটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে। চীনের পেট্রোচায়না ও ইউএনআইপিইসি থেকে তেল আমদানির পাশাপাশি ভারতের আইওসিএল, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল, থাইল্যান্ডের পিটিটিটি, ওমানের ওকিউটি, এবং সংযুক্ত আরব আমিরাতের ইউএনওসি প্রতিষ্ঠানও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবে।
পরিশোধিত তেলের মধ্যে থাকছে ৮ লাখ ৮০ হাজার টন গ্যাস অয়েল, ১ লাখ ৯০ হাজার টন জেট এ-ওয়ান, ৭৫ হাজার টন মোগ্যাস, ২ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ৩০ হাজার টন মেরিন ফুয়েল।
এছাড়া বৈঠকে ৯৫ কোটি টাকা ব্যয়ে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ প্রতি কেজি ৯৪ টাকা ৯৫ পয়সা দামে এই ডাল সরবরাহ করবে।
আরএস//বিএন