উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ৭ বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের সুযোগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতার হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
বিএনপির সূত্র জানিয়েছে, গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাত ৮টায় বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। রাত ৯টার মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে তিনি আধুনিক সুবিধাসম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে যাত্রা করবেন। কাতারের আমিরের বিশেষ ব্যবস্থায় এই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়েছে।
বিএনপি নেতাদের ভাষ্যমতে, লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ সাত বছরের ব্যবধানে মায়ের সঙ্গে তার পুনর্মিলন ঘটবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের জুলাই মাসে লন্ডন গিয়েছিলেন। তখন তিনি সেখানে একটি ঈদ উদযাপন করেছিলেন এবং চোখের চিকিৎসাও করিয়েছিলেন।
এই সফরে খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন থাকবেন। লন্ডনে পৌঁছানোর পর সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে তাকে ভর্তি করা হবে, যেখানে তার চিকিৎসা চলবে।