বর্তমান বিশ্বে দেশে দেশে যুদ্ধের নামে কিংবা ধর্মের নামে মানুষের উপর চলছে নির্যাতন। ফলস্বরূপ সেই সব দেশের মানুষ মানসিক ভাবে ভেঙে পড়েছে। হচ্ছে আতংকগ্রস্থ। কেউ শান্তিতে নেই। সবাই নিজের আর পরিবারের নিরাপত্তা নিয়ে শংকিত। এ এক ধরণের ট্রমার মধ্যে বাস করছে সবাই, সেই ভয় থেকেই করছে তাঁরা সিজোফ্রেনিক আচরণ।
বই : ❝সিজোফ্রেনিয়া ❞
বইয়ে প্রথম কবিতা-জাদুকরের সঙ্গে এবং শেষ কবিতা-সিজোফ্রেনিয়া। বইটির শেষ কবিতা “সিজোফ্রেনিয়া”থেকে কাব্য গ্রন্থটির নামকরণ করা হয়েছে।
উৎসর্গ: প্রয়াত কবি আসাদ চৌধুরী ও কথা সাহিত্যিক জাকির তালুকদার
লেখক : মোস্তফা হক
একাধারে কবি, নাট্যকার ও গীতিকার মোস্তফা হকের তৃতীয় কাব্যগ্রন্থ “সিজোফ্রেনিয়া”। ইতিপূর্বে যার প্রকাশিত হয়েছে দুইটি কাব্যগ্রন্থ: নগ্নপাঠ (২০২০), দু:স্বপ্নের কালোপাখী ( ২০২২) যা ব্যাপক পাঠক প্রিয়তা পায়। সেই সাথে অর্জন করে নিয়েছেন কাব্য সমালোচকদের দৃষ্টি। রোমান্টিক এ কবির বেড়ে ওঠা লালনের জন্ম ভূমি কুষ্টিয়াতে। লালনের মতো তাইতো কবিতায় গভীর জীবন দর্শনের সন্ধান পাওয়া যায়। কবি তার কবিতায় তুলে আনতে চেয়েছেন মানুষের অন্তর্গত দুঃখ, প্রেম, কামনা, বৈশ্বিক রাজনীতি এবং ধর্মের বাস্তব চিত্র। কবিতায় ঘটিয়েছে নানান ছন্দ আর উপমার সার্থক প্রয়োগ। বিষয় বৈচিত্রে কবিতার উপাখ্যান নান্দনিক ভাব নতুন শব্দ আর উপমায় হয়ে উঠেছে সার্থক কবিতা। নিজেকে ভেঙে নতুন ভাবে ঘড়তে ভালোবাসেন কবি, ভালোবাসেন নতুন কবিতার কাছে হারতে। মেতেছেন নতুনত্বের সৃষ্টিশীল বসুধায়। কবির বিশ্বাস তাঁর এই নতুন কে জয় করার মহাপ্লাবন পাঠক কে মুগ্ধ করবে।
প্রকাশনায় : প্রসিদ্ধ প্রকাশনী
প্রচ্ছদ : রাজীব দত্ত
প্রচ্ছদ মূল্য : ২০০ টাকা মাত্র
মোট কবিতা : ৪৭
মোট পৃষ্ঠা: ৭২
প্রাপ্তির স্থান: অমর একুশে বই মেলা-২০২৪, প্রসিদ্ধ পাবলিশার্স ৪৯২- ৪৯৩ স্টল।