চলতি মৌসুমে হজ্জ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সর্বমোট সৌদি পৌঁছেছেন ২৮ হাজার ৭৬০ জন হজ্জযাত্রী। মোট ৭২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।
গতকাল শনিবার হজ পালন করতে গিয়ে মো. মোস্তফা (৮৯) নামে এক হজ্জ যাত্রী মারা গেছেন। আজ রোববার রাত ২টায় এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ১৫ই মে হজ্জ মৌসুমে সৌদি আরবের প্রথম বাংলাদেশি এক হজযাত্রী মারা যান। মো. আসাদুজ্জামান নামের ওই ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করেন। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।